Monday, 21 January 2013

কবুতর পালন বিষয়ক কিছু প্রশ্ন এবং উত্তর (এক)

আমি কবুতর পালন করতে চাই, আমাকে কবুতর পালনে প্রয়োজনীয় পরার্মশ দিয়ে সহায়তা করবেন কি?

১: ঘর বানাতে কি কি বিষয় খেয়াল রাখতে হয়?

-পর্যাপ্ত সূর্য়ের আলো এবং বাতাস চলাচল আছে এরুপ স্থানে ঘর নির্মাণ করতে হয়। ঘর দক্ষিণমুখী হলে ভাল। ৩০-৪০ জোড়া কবুতরের জন্য ঘরের মাপ হবে ৯ফুট /৮.৫ ফুট। কবুতরের খোপ ২-৩ তলা বিশিষ্ট করা যেতে পারে। প্রতি জোড়া কবুতরের জন্য ২টি খোপ দরকার যাতে একটি খোপে ১টি কবুতর ডিমে তা দিলে অন্য খোপে আরেকটি কবুতর থাকতে পারে। এতে ডিমে তা দিতে সুবিধা হয়। এরুপ খোপের আয়তন প্রতি জোড়া কবুতরের জন্য হবে ৫০ সেমি.৫৫ সেমি.৩০সেমি। মাটি থেকে ঘরের উচ্চতা ১০-২০ ফুট হওয়া ভাল ।

0 comments:

Post a Comment

 

About

Site Info

Text

কবুতরের বাড়ি Copyright © 2009 Community is Designed by NEROB