Monday 21 January 2013

কবুতর পালন বিষয়ক কিছু প্রশ্ন এবং উত্তর (দুই)

আমি কবুতর পালন করতে চাই, আমাকে কবুতর পালনে প্রয়োজনীয় পরার্মশ দিয়ে সহায়তা করবেন কি?

2. খাবার প্রদান।

-কবুতরের জন্য তৈরি খাদ্য শর্করা, আমিষ, ভিটামিন, চর্বি এবং খনিজ লবণ সম্পন্ন সুষম হতে হবে। কবুতর দানাদার জাতীয় খাদ্য বেশি পছন্দ করে। ছোট আকারের কবুতরের জন্য দৈনিক 25-30 গ্রাম, মাঝারি আকারের জন্য 35-45গ্রাম এবং বড় আকারের কবুতরের জন্য 50-60গ্রাম খাদ্য সরবরাহ করতে হবে। ধান, গম, ভুট্টা, সরিষা, খেসারি, মাসকলাই ইত্যাদি দানাদার খাদ্য দিতে হয়। এছাড়া সবুজ শাক-সবজি, কচি ঘাস সরবরাহ করা যেতে পারে।

এসকল খাবারের পাশাপাশি খনিজ মিশ্রণ এবং পরিষ্কার ও বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে। 2 সপ্তাহ পর পর পটাশ মিশ্রিত পানি সরবরাহ করলে কবুতরের পাকস্থলী জীবাণুর আক্রমণ থেকে রক্ষা পাবে।

0 comments:

Post a Comment

 

About

Site Info

Text

কবুতরের বাড়ি Copyright © 2009 Community is Designed by NEROB